গ্লোবাল টিভি ছবি
মজিবর রহমান নাহিদ, বরিশাল : বরিশালে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু ও শেখ হাসিনার ভাগ্নে সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বুধবার দিনগত রাত ২টার দিকে নগরীর বগুড়া রোডে আমির হোসেন আমুর বাড়ি ভাংচুর করে পুরো বাড়ির কাঠামো বুলডোজার দিয়ে ভেঙে দেন বিক্ষুব্ধরা। তার এ বাড়িটি বরিশাল নগরীর হোয়াইট হাউজ নামে সবার কাছে পরিচিত ছিলো।
এর আগে পৌনে ১২টার দিকে নগরীর কালীবাড়ি রোডে সাদিকের বাড়ি ‘সেরনিয়াবাত ভবন’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধরা। পরে তারা ভেতরে প্রবেশ করে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
সাদিকের অনুসারীরা গত কয়েকদিন রাতের আঁধারে নগরীতে সরকার বিরোধী বিক্ষোভ মিছিল করেন। সাদিক আব্দুল্লাহ সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে
এর আগেও ২০২৪ সালের ৫ আগস্ট আমির হোসেন আমুর এই বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। একই দিন সাদিকের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়, সেখান থেকে সাবেক প্যানেল মেয়রসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।