ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১ | ২৩ রমজান ১৪৪৬

জেনে নিন এবারের বিপিএলের ১০ তথ্য

জেনে  নিন এবারের বিপিএলের ১০ তথ্য

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএলের ১১তম আসরের পর্দা নেমেছে শুক্রবার। শিরোপা নির্ধারণী শ্বাসরুদ্ধকর ম্যাচে চিটাগাং কিংসকে ৩ বল আগে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল।

এবার জেনে নেয়া যাক এবারের বিপিএলের কিছু সংখ্যা তত্ত্ব ও বিপিএলের ১০তথ্য।

সর্বোচ্চ দলীয় রান
২৫৪/১, ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহীর বিপক্ষে।


সর্বোচ্চ রান
৫১১, মোহাম্মদ নাঈম (খুলনা টাইগার্স)।

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
১২৫*, লিটন দাস (ঢাকা), রাজশাহীর বিপক্ষে।

সবচেয়ে বেশি ডাক
৩, আজিজুল হাকিম (রংপুর রাইডার্স), থিসারা পেরেরা (ঢাকা), তামিম ইকবাল (ফরচুন বরিশাল)।

সর্বোচ্চ ছয়
৩৬, তানজিদ হাসান (ঢাকা)।

এক ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত ছয়
৯, সাব্বির রহমান ও লিটন দাস (ঢাকা)।

সর্বোচ্চ উইকেট
২৫, তাসকিন আহমেদ (দুর্বার রাজশাহী)।

এক ম্যাচে সর্বোচ্চ উইকেট
৭/১৯, তাসকিন (রাজশাহী), ঢাকার বিপক্ষে।

সর্বোচ্চ ডিসমিসাল
১৪, মুশফিকুর রহিম (বরিশাল)।

সর্বোচ্চ জুটি
২৪১, তানজিদ হাসান ও লিটন দাস (ঢাকা), রাজশাহীর বিপক্ষে।