গ্লোবাল টিভি ছবি
আরিফ সম্রাট, কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাপুরের করেরগাঁও এলাকায় শতবর্ষী একটি সরকারি খাল ভরাট করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আশকর আলীর বিরুদ্ধে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেম্বার।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খালটি ভরাটের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়ে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। তারা দ্রুত খাল পুনরুদ্ধারের দাবি জানান।
বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশের পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। আজ (৮ ফেব্রুয়ারি, শনিবার) সকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত রাস্তাটি ভেঙে দেয়া হয়। অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ সদস্যরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।