ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১ | ২৩ রমজান ১৪৪৬

যতদিন ডেভিল শেষ না হবে, ডেভিল হান্ট চলবে : উপদেষ্টা

যতদিন ডেভিল শেষ না হবে, ডেভিল হান্ট চলবে : উপদেষ্টা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: যৌথবাহিনীর অপারেশন ডেভিল হান্ট ততদিন পর্যন্ত চলবে, যতদিন ডেভিল শেষ না হবে। রবিবার রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার গাজীপুরে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেলের সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন ছাত্ররা। এর পরপরই গাজীপুরসহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই অপারেশনের প্রথম দিনেই গাজীপুরে ৪০ জনসহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছে বহু আওয়ামী নেতাকর্মী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরে যারা ছাত্র-জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে, তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। বাকিদেরও আনা হবে। যারা দেশকে অস্থিতিশীল করবে, তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে।

এদিকে পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে।