ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১ | ২৩ রমজান ১৪৪৬

‘ছাত্রশিবির জাতির প্রত্যাশা পুরণে বলিষ্ঠ ভূমিকা পালন করছে’

‘ছাত্রশিবির জাতির প্রত্যাশা পুরণে বলিষ্ঠ ভূমিকা পালন করছে’

গ্লোবাল টিভি ছবি

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, চব্বিশের আন্দোলনে দুই হাজার শহীদ ও হাজার হাজার ছাত্র-জনতা আহত হওয়ার বিনিময়ে সফলতা এসেছে। এই সফলতার প্রথম শহীদ আবু সাঈদ। তবে আমরা সবাই এই আন্দোলনের সামনে ছিলাম। শিবির মেধাবীদের সংগঠন।ছাত্রদের সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চায়। ছাত্রশিবির জাতির প্রত্যাশা পুরণে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা জাহেলিয়াতমুক্ত নতুন প্রজন্ম সৃষ্টি করতে চাই। কারণ নতুন প্রজন্ম সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে জানে।

শনিবার ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালী শাখার ইবনে আউফ কমার্স কার্নিভাল-২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ,
কেন্দ্রীয় ব্যবসা বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,এডভোকেট রাকিব আবদুল্লাহ,মোঃ আহমাদুল্লাহ আজিজিসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।