ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১ | ২৩ রমজান ১৪৪৬

সিরাজগঞ্জের সাবেক এমপি গাজীপুরে গ্রেপ্তার

সিরাজগঞ্জের সাবেক এমপি গাজীপুরে গ্রেপ্তার

সংগৃহীত ছবি

আব্দুর রউফ, শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।

রবিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী মাটির মসজিদ এলাকার মরহুম খাইরুল ইসলাম মিলনের ছয় তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চয়ন ইসলাম (৬০) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের মাযহারুল ইসলামের ছেলে। গত বছরের নভেম্বর মাসে চয়ন ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা হয়। তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে বলে জানা যায়।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১১টার কিছু সময় পর ওই বহুতল বাড়িটি ঘেরাও করে পুলিশ। পরে বাড়িটির চার তলার একটি ফ্ল্যাট থেকে আওয়ামিলীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়। এরপর বাড়িটিতে ফের অভিযান শুরু করে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ চলমান, বিস্তারিত পরে জানানো হবে।