ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১ | ২৩ রমজান ১৪৪৬

হাতিয়ায় হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

হাতিয়ায় হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

গ্লোবাল টিভি ছবি

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী হাতিয়া ও গাজীপুরে ছাত্র-জনতার উপর গুলি চালানোর প্রতিবাদে নোয়াখালীতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে নাগরিক কমিটির অন্যতম সদস্য কাজী মাইনুদ্দিন মোহাম্মদ তানভীর ২৪ ঘণ্টার মধ্যে হাতিয়ার দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

রবিবার নোয়াখালীর মাইজদী বড় মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা প্রশাসনের নিষ্ক্রিয়তা ও অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত জনতা প্রশাসনের ব্যর্থতা মানি না, গণতন্ত্র পুনরুদ্ধার চাই অবৈধ অস্ত্র উদ্ধার কর—এমন নানা স্লোগানে  বক্তারা আগামী দিনে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন এবং সকল গণতন্ত্রকামী নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।