গ্লোবাল টিভি ছবি
এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী : কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণের দাবিতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন কাফি। এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কাফি কলাপাড়া থেকে পটুয়াখালী এসে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন। পরে সাংবাদিকদের সামনে তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, ধানমন্ডি ৩২ নম্বরে গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে ছিলাম। সে কারণেই স্বৈরশাসকের সহায়তাকারীরা অনেক আগে থেকেই আমাকে টার্গেট করেছিল। ১২ ফেব্রুয়ারি গভীর রাতে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা সুযোগ বুঝে আমার বসতঘর, রান্নাঘর ও গরুর ঘরসহ আশপাশের সবকিছু পুড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, আমি সাত দিনের সময় দিচ্ছি। যদি দোষীদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় না আনা হয় এবং আমার ঘর পুনর্গঠনের কাজ শুরু না হয়, তাহলে আমি একাই রাজপথে দাঁড়াবো, একা লড়বো, প্রয়োজনে বিপ্লবী সরকারের ডাক দেবো।
এ ঘটনায় নুরুজ্জামান কাফি কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি গভীর রাতে কলাপাড়া উপজেলার রজপাড়ায় কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।