ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১ | ২৩ রমজান ১৪৪৬

১৩ মাস পরে গ্যাস সংযোগ যমুনা সারকারখানায়

১৩ মাস পরে গ্যাস সংযোগ যমুনা সারকারখানায়

গ্লোবাল টিভি ছবি

ফিরোজ শাহ, জামালপুর: গ্যাসের সংযোগ দেয়ায় ১৩ মাস পর বৃহস্পতিবার থেকে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায়।

যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক প্রশাসন দেলোয়ার হোসেন জানান, গ্যাস সংকটে ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ করা হয়। বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাসের সংযোগ এবং চাপ বাড়িয়ে দিলে উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে। পুরোপুরি ইউরিয়া উৎপাদনে যেতে অন্তত ১০/১২ দিন সময় লাগবে।

দৈনিক ১ হাজার ৭০০ মেঃ টন উৎপাদনক্ষম দানাদার ইউরিয়া উৎপাদনকারি এই কারখানায় প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।