ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২ | ২৩ শাওয়াল ১৪৪৬

ইতালিতে মুসলিম কবরস্থান নির্মাণের অনুরোধ রাষ্ট্রদূতের

ইতালিতে মুসলিম কবরস্থান নির্মাণের অনুরোধ রাষ্ট্রদূতের

গ্লোবাল টিভি ছবি

সজীব আহমেদ রিওন, ইতালি : ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক রোমের মেয়র রবার্তো গুয়ালতেরির সাথে সাক্ষাৎ করেছেন।

রোমে বহু বছর ধরে বাংলাদেশের মুসলিম সম্প্রদায় এবং অন্যান্য মুসলিম নাগরিকরা বসবাস করছে, কিন্তু তাদের ধর্মীয় কার্যক্রম, বিশেষ করে দাফনের জন্য প্রয়োজনীয় স্থান অত্যন্ত সীমিত। রাষ্ট্রদূত রকিবুল হক রোমের মেয়রের কাছে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি কবরস্থান নির্মাণের আবেদন করেন। 

বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক মেয়র রবার্তো গুয়ালতেরির কাছে বলেন, রোমে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের জন্য একটি কবরস্থান নির্মাণ অত্যন্ত জরুরি। এটি শুধু বাংলাদেশি মুসলিমদের জন্য নয়, বরং পুরো মুসলিম সম্প্রদায়ের জন্য একান্ত প্রয়োজনীয় একটি সুবিধা।

মেয়র রবার্তো গুয়ালতেরির প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ইতিবাচক। তিনি রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন যে, রোমের সিটি প্রশাসন এই বিষয়টি নিয়ে যথাযথ গুরুত্ব সহকারে কাজ করবে এবং মুসলিম সম্প্রদায়ের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, আমরা সবসময় আমাদের শহরে বসবাসকারী সকল সম্প্রদায়ের প্রয়োজন মেটাতে প্রস্তুত। এই প্রস্তাব আমাদের জন্য একটি বড় দায়িত্ব এবং আমরা এটি বাস্তবায়নের দিকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবো।