ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২ | ২৩ শাওয়াল ১৪৪৬

খুনি হাসিনার বিচারটা দেখে যেন মরতে পারি : সারিজস

খুনি হাসিনার বিচারটা দেখে যেন মরতে পারি : সারিজস

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য আমার হাজারো ভাইকে খুন করতে দ্বিধা করেনি। অনেক ভাই রয়েছে, যাদের হত্যার পর কোথায় তাদের লাশ নিয়ে গিয়েছে, এটা এখনো খুঁজে পাওয়া যায়নি। যে ঘটনা আমরা শাপলাতে দেখেছিলাম। শত শত লাশ খুনি হাসিনা ফেলেছিল, কিন্তু লাশগুলো পাওয়া যায়নি।

মঙ্গলবার রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে সারজিস বলেন, আমরা রাজপথে ছিলাম। আমার যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে, আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনও কান্না আসছে, পানি পড়ছে। আমরা যেন মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। আমরা শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করতে পারি।

তিনি আরো বলেন, যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো, সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কীভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে? খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনও মানুষ, কোনও রাজনৈতিক দল ভুল করেও যেন অন্য কোনও কিছু চিন্তা না করে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে দেখছি, ততদিন এই বাংলাদেশে কেউ যেন নির্বাচনের কথা না বলে।