ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২ | ২৩ শাওয়াল ১৪৪৬

চার দিনেও জ্ঞান ফেরেনি নির্যাতিত শিশুটির : গ্রেপ্তার ৪

চার দিনেও জ্ঞান ফেরেনি নির্যাতিত শিশুটির : গ্রেপ্তার ৪

ফাইল ছবি

মোঃ ইউনুছ আলী, মাগুরা : চার দিনেও জ্ঞান ফেরেনি মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছরের সেই শিশুর। ওই ঘটনায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিশুটির বর্তমান অবস্থা আশঙ্কাজন থাকায় শনিবার (৮ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। কৃত্রিম যন্ত্রের সাহায্যে লাইফ সাপোর্টে শ্বাস-প্রশ্বাস চলছে তার।

ধর্ষণের ঘটনার তিন দিন পর শনিবার মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির মা। তিনি মামলায় অভিযোগ করেন, তার মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা (শ্বশুর) শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাশুর জানতেন। ঘটনা এই  ঘটনা ধামাচাপা দিতে তারা শিশুটিকে হত্যার চেষ্টাও চালায়।

শনিবার সকালে শিশুটির বড় বোন ও বাবার মাধ্যমে মাগুরা সদর থানায় এজাহার পাঠান শিশুটির মা। সেই অনুযায়ী দুপুরে  মামলা রেকর্ড হয়। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) এর ক/ ৩০ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে শিশুটিকে আহত করার অভিযোগ করা হয়েছে। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, চার মাস আগে মাগুরা সদরের নিজনান্দলীয়া এলাকার সজীব শেখের  সঙ্গে শিশুটির বড় বোনের বিয়ে হয়। ওই বাড়িতে বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুর থাকতেন। বিয়ের পর থেকে বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তার শ্বশুর। বিষয়টি পরিবারের অন্য সদস্যরা জানতেন। এ নিয়ে ঝগড়াও হয়েছে। এমন পরিস্থিতিতে গত ১ মার্চ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় আট বছরের শিশুটি।