ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২ | ২৩ শাওয়াল ১৪৪৬

ছাত্রলীগের সদস্য থেকে ছাত্রদলের সভাপতি!

ছাত্রলীগের সদস্য থেকে ছাত্রদলের সভাপতি!

সংগৃহীত ছবি

সিলেট ওসমানী মেডিকেল কলেজে শাখার ছাত্রলীগ কর্মী থেকে ছাত্রদলের সভাপতি হওয়ার খবর পাওয়া গেছে। তারেকুর রহমান সজীব নামের এক শিক্ষার্থী একই ক্যাম্পাসের নিষিদ্ধ  ছাত্রলীগ কর্মী ছিলেন। গত ২৩/২/২০২৫ তারিখে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষিত হয় । এতে‌ তাকে সভাপতি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার সদস্য ছিলেন সিজীব। ক্ষমতার পালা বদলের পরে তিনি একই কলেজ শাখার ছাত্রদলের সভাপতি  হয়েছেন । গত  ২৬/০৪/১৮  তারিখে ঘোষিত সিলেট মেডিকেল শামসুদ্দিন হল শাখা কমিটিতে তারেকুর রহমান সজীবকে সদস্য পদে রাখা হয়েছিলো। ছাত্রলীগের হল শাখার পোস্টেড একজন সদস্য কিভাবে ছাত্রদলের কমিটির শীর্ষ পদ পেয়েছেন, এই বিষয়ে ব্যাপক সমালোচনা চলছে।