ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২ | ২৩ শাওয়াল ১৪৪৬

দৈনিক ‘যায়যায়দিন’-এর প্রকাশনা বাতিল

দৈনিক ‘যায়যায়দিন’-এর প্রকাশনা বাতিল

নিজস্ব প্রতিবেদক: দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন (প্রকাশনার ঘোষণাপত্র) বাতিল করেছে সরকার। প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে আজ বুধবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে পত্রিকাটির ডিক্লেয়ারেশন বাতিল করা হয়েছে।

পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিক রেহমান ‘যায়যায়দিন’ পত্রিকা প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগের আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নেয়। 

পত্রিকাটি গত কয়েক বছর ধরে প্রকাশ করে আসছিলেন এইচআরসি গ্রুপের মালিক সাঈদ হোসেন চৌধুরী।