ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২ | ২৩ শাওয়াল ১৪৪৬

ঝিনাইগাতী মহিলা আওয়ামী লীগের আহবায়ক গ্রেপ্তার

 ঝিনাইগাতী মহিলা আওয়ামী লীগের আহবায়ক গ্রেপ্তার

গ্লোবাল টিভি ছবি

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আয়শা সিদ্দিকা রুপালিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪মার্চ) ভোরে উপজেলার তেতুলতলা বাজারের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। তিনি তেতুলতলা এলাকার আব্দুর রহিম পাগলার মেয়ে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় শুক্রবার ভোরে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।