গ্লোবাল টিভি ছবি
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে নোয়াখালী মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে আল হিকমাহ ইসলামিক অলিম্পিয়াড-এর পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নোয়াখালী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার সাবেক সভাপতি এডভোকেট রাকিব আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার অর্থ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মোঃ আরিফ প্রমুখ।
এবার অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ে মোট ১০ জন জনের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।