সংগৃহীত ছবি
মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী : নরসিংদীতে মা ও শিশু কেন্দ্রের প্রসূতি মায়ের কাছ থেকে ঘুষ নেয়ার বিষয়ে গ্লোবাল টেলিভিশনে নিউজের ব্যাপক আলোচনায় আসে ঐ হাসপাতালটি। আর নিউজের পরবর্তী আপডেট জানার জন্য গ্লোবাল টেলিভিশনের সাংবাদ কর্মী মা ও শিশু কেন্দ্রের ভবনের ভিডিও ধারণের সময় তেড়ে আসেন সিভিল সার্জন অফিসে কর্মরত ডা. মোহাম্মদ আশরাফুল ইসলাম।
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে সদর হাসপাতাল সংলগ্ন মা ও শিশু কেন্দ্রের সামনে। ডা. মোহাম্মদ আশরাফফুল ইসলাম বলেন, হাসপাতাল কমপাউন্ডের ভেতরে কোন সাংবাদিক প্রবেশ করতে হলে আমার অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া ভিডিও করার করণে আপনার বিরুদ্ধে ডিজিটাল আইনের মামলা করতে পারি।
এ সময় সদর হাসপাতালে বসা ছিলেন সির্ভিল সাজন ডা.আমিনুল হক। তিনি গনমাধ্যম কর্মীদের তার রুমে যেতে বলেন। তার রুমে গেলে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের স্বাস্থ্য কর্মীদের বেতন হচ্ছে না প্রায় আট মাস, এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি সিভিল সার্জন।
জানা যায়, গত বুধবার নরসিংদী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা লিছা বেগম এক প্রসূতি মায়ের ডেলিভারি করিয়ে ৫ হাজার টাকা ঘুষ নেন। পরে বিষয়টি জানাজানি হলে ঐ টাকা আবার ফেরৎ দেন। এ বিষয়ে বিভিন্ন গনমাধ্যমে নিউজ প্রকাশিত হয়।