গ্লোবাল টিভি ছবি
রাজীব সরকার, নেত্রকোনা : নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের পায়তারার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
মঙ্গলবার দুপুরে নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়। পরে সেখানে নেত্রকোনার সর্বস্তরের জনগণের ব্যানারে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ হয়। কর্মসূচীতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।
ডাক্তার মাজহারুল আমিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান দুদু, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগসহ অন্যরা।