ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২ | ২৩ শাওয়াল ১৪৪৬

নোয়াখালীতে ইসলামিক কুইজ প্রতিযোগিতা

নোয়াখালীতে ইসলামিক কুইজ প্রতিযোগিতা

গ্লোবাল টিভি ছবি

সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : নোয়াখালীতে ডিএলএইচসি (ড্রীম লাইট অব হেল্প সেন্টার) ইসলামিক কুইজ প্রতিযোগিতা সিজন-৩-এর ফাইনাল রাউন্ড ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে ।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।।

প্রতিষ্ঠাতা সভাপতি হোসাইনুল বাশার সিয়ামের সঞ্চালনায় এবিএম আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ন রশিদ।

কুইজ পর্বে সমগ্র বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে ১০০ জনের মধ্যে ১ম রাউন্ডে বিজয়ী হন  ৭৪জন, ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে ২০ জন, ৩ জন জিতে নেন পুরস্কার।