ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২ | ২৩ শাওয়াল ১৪৪৬

কিশোরীকে ১৪ দিন আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

কিশোরীকে ১৪ দিন আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

ফাইল ছবি

রাশেদুজ্জামান তাওহীদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হেলেনা পারভীন (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে ফজলু (৪৮) নামের এক গাড়ি চালকের বিরুদ্ধে।

অভিযুক্ত ফজলু উপজেলার চর গোকুন্ডা ইউনিয়নের মৃত টেংরা মামুদের ছেলে। অভিযুক্ত ফজলু ড্রাইভার ও তার স্ত্রী রোজিনা পলাতক বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, হেলেনা পারভীন ঘড়িয়াল ডাঙা ইউনিয়নের মধ্য সুলতান মাহমুদ গ্রামের দুলু মিয়ার মেয়ে। সে স্থানীয়  একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ফজলু ও তার স্ত্রী হেলেনা পারভীনকে দীর্ঘ দিন ধরে প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গত ২ মার্চ ফজলুর স্ত্রী রোজিনা হেলেনাকে কৌশলে নিজ বাড়িতে নিয়ে যায় পরে স্ত্রীর সহযোগিতায় হেলেনাকে ধর্ষণ করে। ঘটনাটি যাতে বাইরের কেউ জানতে না পারে, এ কারণে হেলেনাকে ১৪ দিন ধরে ঘরে আটকে রেখে ধর্ষণের ভিডিও ধারণ করে।

ঘটনা জানাজানি হলে সংবাদের ভিত্তিতে দুপুরে সেনাবাহিনীর সদস্যরা হেলেনাকে উদ্ধার করে রাজারহাট থানায় হস্তান্তর করেন।

হেলেনা পারভীন বলেন, দীর্ঘ দিন ধরে ফজলু ও তার স্ত্রী আমাকে কুপ্রস্তাব দিয়ে আসতো। রাজি না হওয়ায় আমার সাথে জোরপূর্বক খারাপ কাজ করে। বাইরে বললে আমার সাথে শাররীক সম্পর্কের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। আমি এর বিচার চাই । 

হেলেনার বাবা দুলু মিয়া বলেয়, আমার বলার শক্তি হারিয়ে ফেলেছি। আমার মেয়ের সাথে এমন অন্যায় ঘটনায় জড়িত অপরাধীর বিচার ও শাস্তি চাই।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় ফজলুর বাড়ি থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।