গ্লোবাল টিভি ছবি
আরিফ সম্রাট, কেরানীগঞ্জ (ঢাকা) : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান বলেছেন, দেশের সকল হত্যাকাণ্ডের দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।
শুক্রবার ঢাকা-২ সংসদীয় আসনের মডেল থানা বিএনপির উদ্যোগে আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পিলখানার ৫৭ জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড থেকে শুরু করে ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীদের হত্যার ঘটনায় শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ রয়েছে। এসব হত্যার বিচার বাংলাদেশের জনগণ দেখবে এবং শেখ হাসিনার ফাঁসি কার্যকর হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছে। তিনি ছাত্র-জনতার আন্দোলনে পতনের পর ভারতে পালিয়ে যান। এখন তিনি দেশে প্রবেশের জন্য ভারত থেকে উঁকি দিচ্ছেন।
আমান বলেন, তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দুর্নীতিগ্রস্ত মন্ত্রিপরিষদের বিচার শুরু হবে এবং তা বাংলাদেশেই হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়া উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সহ-সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, যুবদল নেতা মো. মাসুদ রানা, এবং যুবদলের আহ্বায়ক হাজী আসাদুজ্জামান রিপন।