ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২ | ২৩ শাওয়াল ১৪৪৬

কেরানীগঞ্জে গণপিটুনিতে ২ জন নিহত

কেরানীগঞ্জে গণপিটুনিতে ২ জন নিহত

ফাইল ছবি

আরিফ সম্রাট, কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জের নাদু বেপারী ঘাট এবং রাজধানীর চকবাজারের চম্পাতলী ঘাট এলাকায় গণপিটুনির ঘটনায় ‘ছিনতাইকারী’ সন্দেহে দুইজন  নিহত এবং দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন- আসিফ মুন্সী (১৮) ও হাসান। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আতিক (১৮) ও জাহিদ (১৮) নামে দুইজনকে।

শুক্রবার ভোরে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জ এলাকায় কয়েকজন ছিনতাইকারী ছিনতাইয়ের চেষ্টা করছিল বলে স্থানীয় লোকজনের অভিযোগ। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করে। কয়েকজন পালিয়ে গেলেও তিনজন নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে চকবাজারের চম্পাতলী ঘাটে উঠে আসে। এরপর স্থানীয়দের হাতে আটক হয়ে গণপিটুনির শিকার হয় তারা।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সোয়াইব হাসান জানান, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আসিফ মুন্সী মারা যান। গুরুতর আহত আতিক ও জাহিদ বর্তমানে চিকিৎসাধীন। অন্যদিকে, হাসানের মৃতদেহ কেরানীগঞ্জের নাদু বেপারী ঘাট এলাকায় পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

আসিফের মা তানিয়া বেগম জানান, তার ছেলে ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কাজ করত। বৃহস্পতিবার রাতে এক বন্ধুর জন্মদিনে যোগ দিতে বাসা থেকে বের হয় আসিফ। এরপর আর বাসায় ফিরে আসেনি।

হাসানের পরিচয় সম্পর্কে জানা গেছে, তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সুলতানি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কামরাঙ্গীরচরের কুরবান হাজির বাড়িতে বসবাস করতেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হোসাইন জানান, তার থানার এলাকায় কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মৃতদেহ দুটি নৌ-পুলিশ ও চকবাজার থানা পুলিশ উদ্ধার করেছে এবং তারা তদন্ত করছে।

স্থানীয়রা জানায়, ভোরে বেড়িবাঁধ এলাকায় ছিনতাইয়ের সময় তারা একজনকে ধরে গণপিটুনি দেয় এবং পানিতে ফেলে দেয়। বাকিরা নদী সাঁতরে পালানোর চেষ্টা করলেও চম্পাতলী ঘাটে এসে ধরা পড়ে।