ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২ | ২৩ শাওয়াল ১৪৪৬

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায়

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায়

সংগৃহীত ছবি

মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া: ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলী বাহিনী কর্তৃক নির্বিচারে নারী, শিশু ও মুসলমানদের হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

জেলা হিউম্যান রাইটস্ এর সভাপতি ইসলাম উদ্দিন দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, অধ্যক্ষ শামসুজ্জামান আশরাফি, অধ্যক্ষ আব্দুল হক আজাদ, এডভোকেট মোজাম্মেল হক, শাহ মোহাম্মদ সেলিম হোসেন প্রমুখ।
 
বক্তারা বলেন, বর্বর ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতী লঙ্ঘন করে ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর মানবতা বিধ্বংসী গণহত্যা চালিয়ে যাচ্ছে। অথচ ওআইসি, জাতিসংঘ নীরব ভূমিকা পালন করছে। 

বক্তারা নির্বিচারে নারী, শিশু ও মুসলমানদের হত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার দাবী করেন। পাশাপাশি বাংলাদেশে ইসরায়েলের সকল পণ্য বর্জনসহ এই হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।