ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২ | ২৩ শাওয়াল ১৪৪৬

‘মানসম্পন্ন অনুষ্ঠানের মাধ্যমে দর্শক ও জনগণের আস্থা অর্জন করতে হবে’

‘মানসম্পন্ন অনুষ্ঠানের মাধ্যমে দর্শক ও জনগণের আস্থা অর্জন করতে হবে’

গ্লোবাল টিভি ছবি

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল টেলিভিভিশন এবং গ্লোব ফার্মা গ্রুপের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেছেন, মানসম্পন্ন অনুষ্ঠানের মাধ্যমে দর্শক ও জনগণের আস্থা অর্জন করতে হবে। মানুষ সুন্দর ও পরিচ্ছন্ন প্রোগ্রাম এবং বস্তুনিষ্ট সংবাদ দেখতে চায়। গ্লোবাল টেলিভিশন সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। 

তিনি শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে গ্লোবাল টেলিভিশনের কার্যালয়ে এক ইফতার আয়োজনে  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় গ্লোবাল টেলিভিশনের পরিচালক আহমেদ হোসেন, প্রধান সম্পাদক নাজমুল আশরাফসহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। 

চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেন, গ্লোবাল টেলিভিশন একটি পরিবারের মতো। এই পরিবারের সকল সদস্যের আন্তরিক শ্রম ও কর্মকুশলতার মধ্য দিয়ে সুনামের সাথে আমাদেরকে এগিয়ে চলেছে এবং আরো অনেক দূর আমাদেরকে যেতে হবে। আর এ জন্য আমাদের মূল অবলম্বন হতে হবে ভালো মানের সংবাদ ও অনুষ্ঠান। এক্ষেত্রে গ্লোবাল টেলিভিশন এরই মধ্যে রুচিশীল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। দায়িত্বশীল ভূমিকা পলনের মধ্য দিয়ে আমাদের এই সুনাম অক্ষুণ্ণ রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।