ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ | ১৯ জিলহজ ১৪৪৬

বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু অসুস্থ

বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু অসুস্থ

ফাইল ছবি

সাইফুর রহমান রাসেল, নোয়াখালী :  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে জরুরিভাবে নোয়াখালী থেকে রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস জানান, বরকত উল্লাহ বুলু ঈদুল ফিতরের পরের দিন নিজ নির্বাচনী এলাকায় এসে টানা বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। শারীরিকভাবে অসুস্থ থাকার পরেও দিনে-রাতে বেগমগঞ্জে বেশ কয়েকটি রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু শনিবার দুপুর থেকে তিনি জ্বরে আক্রান্ত হন। এসময় তার শ্বাসকষ্টজনিত রোগও প্রকট আকার ধারণ করে। ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি ঘটলে দুপুরে নোয়াখালী মেডিক্যাল কলেজ ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন চিকিৎসকে তার বাড়িতে আনা হয়। চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।

নোয়াখালী মেডিক্যাল কলেজের নাক-কান-গলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড্যাব নোয়াখালী শাখার সভাপতি ড. সাইফুল ইসলাম জানান, তিনি প্রথমে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে তার শ্বাসকষ্ট দেখা দেয়, যেটি নিউমোনিয়ার দিকে যাচ্ছে। এছাড়া তিনি দীর্ঘ দিন থেকে ডায়াবেটিসেও ভুগছেন।