গ্লোবাল টিভি ছবি
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেনারেল হাসপাতালে নারী ও শিশু ওয়ার্ডের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। আজ শনিবার সকালে মেডিকেল অফিসার ডা. মাহাবুব রহমান ও রুগির স্বজনদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ডা. মাহবুব রহমান নারী ও শিশু ওয়ার্ডের রাউন্ড ও চিকিৎসা সেবা বন্ধর ঘোষণা দেন। হাসপাতালের চিকিৎসা সেবা না পেয়ে অনেক রুগী বাধ্য হয়ে হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছে।
হাসপাতালে তত্বাবধয়ক শারমিন জাহান শায়লা এর সত্যতা নিশ্চিত করেছেন।
রুগীর স্বজনদের অভিযোগ, আজ সকালে এইচ ডিইউ বিভাগে মুমূর্ষু অবস্থায় একজন রুগী আসেন। তিনি কয়েকদিন আগেও এই বিভাগে ভর্তি ছিলেন। সকালে ডাক্তারদের রাউন্ডের সময় হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহাবুব তার কাছে পূর্বের ব্যবস্থাপত্র দেখতে চান। পূর্বের ব্যবস্থাপত্র রুগীর স্বজনদের কাছে নেই বললে চিকিৎসক রুগীর চিকিৎসা হবে না বলে চলে যান। এরপর রুগীর স্বজনরা কেন চিকিৎসা হবে না জানতে চাইলে তাদের সাথে ডা. মাহবুবের কথা কাটাকাটি হয়। শেষে ডাক্তার তার হাসপাতালের ২২৪ নং কক্ষের চেম্বারে ঘোষণা দেন, এখন থেকে শিশু ও নারী বিভাগের সকল প্রকার চিকিৎসা সেবা বন্ধ। এরপর থেকে তিনি তার কক্ষের দরজা বন্ধ করে দেন।
এই ঘোষণার পর থেকে হাসপাতালের নারী ও শিশু বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। তবে হাসপাতালের নাসরা রুটিং চেকাপ অব্যাহত রেখেছেন।
নারী ও শিশু বিভাগের রুগীর স্বজন মিজানুর রহমান বলেন, আমার স্ত্রী আজ সকালে হাসপাতালে ভর্তি হয়। এর পর থেকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। দুপুর আড়াইটা পর্যন্ত কোন চিকিৎসক চিকিৎসা সেবা দিতে আসেনি।
মেডিকেল অফিসার ডা. মাহাবুব বলেন, এইচ ডিইউ বিভাগে রুগির স্বজনরা খারাপ আচারণ করে, হুমকি দেয়। তাই চিকিৎসা সেবা দেব না।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. সউদ কবির মালিককে দুপুর পর্যন্ত হাসপাতালে খুঁজে পওাঁ যায়নি, মোবাইল ফোনের কল গ্রহণ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।