গ্লোবাল টিভি ছবি
মো. মনিরুল আলম নারায়ণগঞ্জ : ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালের রোগীদের সেবায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার (২৬ এপ্রিল) সকাল দশটায় ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে জেলা প্রশাসক প্রতিটি স্থান ও ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন।
খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময়ে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (রাজস্ব) মো. আলমগীর হোসাইনসহ উর্ধ্বতন কর্মকর্তারা।