ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ | ১৯ জিলহজ ১৪৪৬

ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতকদের জন্য আইসিইউ উদ্বোধন

 ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতকদের জন্য আইসিইউ উদ্বোধন

গ্লোবাল টিভি ছবি

মো.মনিরুল আলম নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতকদের জন্য নির্মিত ৪ শয্যা বিশিষ্ট নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র সাত দিনের মধ্যেই এই অত্যাধুনিক আইসিইউ ইউনিটের কাজ সম্পন্ন করে উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম শুরু করা হলো।

বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জের সিভিল সার্জন, হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী।