ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ | ১৯ জিলহজ ১৪৪৬

বিএমইউতে রেডিওথেরাপির মাধ্যমে ক্যান্সারের চিকিৎসাসেবা চালু

বিএমইউতে রেডিওথেরাপির মাধ্যমে ক্যান্সারের চিকিৎসাসেবা চালু

গ্লোবাল টিভি ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত উন্নত প্রযুক্তির যন্ত্র লিনাক মেশিন (লিনিয়ার এক্সিলেটর) দিয়ে রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম পুনরায় চালু হয়েছে। আজ রবিবার বিএমইউর এফ ব্লকে অনকোলজি বিভাগের উদ্যোগে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ নাজির উদ্দিন মোল্লাহ। অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ জামাল উদ্দিন এর সঞ্চালনায় সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সারোয়ার আলম, সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমীন, অতিরিক্ত পরিচালক (অডিট) খন্দকার শফিকুল হাসান রতন প্রমুখ।

ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম জনস্বার্থে চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণা কার্যক্রম পরিচালনার তাগিদ দিয়ে রোগীদের প্রতি বৈষম্যপূর্ণ আচরণ বন্ধ ও উচ্চবিত্তের মানসিকতা ত্যাগ করার জন্য সেবাদানকারী সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। ক্যান্সার রোগীদের চিকিৎসায় ব্যয়ের বিষয়ে রোগীকে অবহিতকরণ, রোগীর মতামত প্রদান ও সিদ্ধান্ত গ্রহণ, চিকিৎসার সম্ভাব্য অগ্রগতির বিষয়ে রোগী বা তার স্বজনকে অবহিতকরণ ইত্যাদি বিষয়ে খেয়াল রাখার উপর গুরুত্বারোপ করেন। 

তিনি বিদ্যমান গাইডলাইন অনুসরণ করে ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি দেশের মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপট ও বিজ্ঞানের সাথে সম্পর্কিত এমন নিজস্ব গাইডলাইন, প্রোটকল তৈরির পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সাথে চিকিৎসাসেবা ও গবেষণায় সংশ্লিষ্ট সকল বিভাগসমূহকে সংযুক্ত করা ও শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টসহ সংশ্লিষ্ট সকল সাপোর্টিং স্টাফদের সমন্বয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অনকোলজি বিভাগের চিকিৎসাসেবা ও গবেষণাকে জোরদার করা এবং বিশ্বমানে উন্নীত করার তাগিদ দেন। 

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮ হাজারের বেশি রোগীকে কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। একই সময়ে রেডিথেরাপির মাধ্যমে প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এছাড়া ২০২৩ সালে ব্র্যাকিথেরাপির মাধ্যমে ৭০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।