ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ | ৩ অগ্রহায়ণ ১৪৩২ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

প্রিয় নেত্রীর জন্য কৃষক সোহাগের ‘কালো মানিক'

প্রিয় নেত্রীর জন্য কৃষক সোহাগের ‘কালো মানিক'

গ্লোবাল টিভি ছবি

এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী : রাজনীতি থেকে দূরে থাকলেও হৃদয়ে দলীয় ভালোবাসা গেঁথে রেখেছেন কৃষক সোহাগ মৃধা। সেই ভালোবাসা থেকেই তিনি বছর ছয়েক ধরে বড় করে তুলেছেন একটি ষাঁড়—যার নাম ‘কালো মানিক’। এবার সেই ষাঁড়টিকে প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপহার দিতে ঢাকায় রওনা হন তিনি। কিন্তু নেত্রী বেগম খালেদা জিয়া সেটা গ্রহণ করেননি। তিনি সোহাগকে বলেছেন এলাকায় গিয়ে নেতা-কর্মীদের সাথে কোরবানি দিয়ে এই আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য।

বিএনপি নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোহোগের এই ত্যাগ ও ভালোবাসার জন্য তার ও তর পরিবোরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তার পরিবারের জন্য ঈদের উপহার পাঠিয়েছেন।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়ার বাসিন্দা সোহাগ জানান, এটি কোনো ভাইরাল স্টান্ট নয়—এটি তার হৃদয়ের কথা। ষাঁড়টিকে তিনি সন্তানের মতো লালন করেছেন। এখন সেই সন্তানসম প্রাণিটিকে দিতে চান তার রাজনৈতিক প্রেরণার উৎসকে। পিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে।

উল্লেখ্য, তিনটি ট্রাক, ৫০ জন কর্মী, ব্যান্ড পার্টি, ব্যানার, গেঞ্জি, প্রচার মাইক নিয়ে
গ্রাম থেকে ট্রাক নিয়ে ঢাকায়রেওনা দেন সোহাগ। উৎসুক জনতা ছুটে এসেছে কালো মানিককে একবার দেখতে, ছবি তুলতে, ভিডিও করতে।

কালো মানিক একটি ফ্রিজিয়ান জাতের ষাঁড়। ওজন প্রায় ১ হাজার ৪০০ কেজি, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। কালো চকচকে গায়ের রঙের জন্য স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে ‘কালো মানিক’ নামে।

সোহাগ জানান, ২০১৮ সালে একটি গাভি কেনেন তিনি। সেই গাভির বাছুর থেকেই শুরু হয় মানিকের পথচলা। অভাবের সংসারে শত কষ্টেও তিনি ছাড়েননি যত্ন। আজ গুলশান যাবো তাকে উপহার দিতে।