ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ | ৩ অগ্রহায়ণ ১৪৩২ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

কারাগারে বন্দীদের স্বজনদের বরণ করা হলো ফুল দিয়ে

কারাগারে বন্দীদের স্বজনদের বরণ করা হলো ফুল দিয়ে

গ্লোবাল টিভি ছবি

রাশেদুজ্জামান তাওহীদ, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দীদের জন্য পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

জানা যায়, ৮ জুন থেকে ১০ জুন পর্যন্ত বন্দীরা নিজেদের পছন্দমতো স্বজনদের রান্না করা খাবার গ্রহণ করার সুযোগ পাচ্ছেন। নির্বিঘ্নে খাবার নিয়ে  আসা স্বজন ও দর্শনার্থীদের কারা কর্তৃপক্ষ বরণ করছে ফুল দিয়ে। তপ্ত রোদে ক্লান্ত স্বজনদের পান করানো হচ্ছে সুপেয় পানি। ত্যাগ মহিমার এই ঈদে এ যেন মানবিকতার এক মহান দৃষ্টান্ত। 

এছাড়াও এই তিন দিন কোন একবার বন্দীরা নিজ বাড়িতে মুঠোফোনে ৫ মিনিট ফ্রি কথা বলার সুযোগ পাচ্ছেন। বাড়তি খাবারের তালিকায় বন্দীদের জন্য রাখা হয়েছে মৌসুমী ফল লিচু ও কাঁঠাল। 

এব্যাপারে কথা হলে কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এজি মামুদ বলেন, আমরা বন্দীদের সর্বোচ্চ মানবিকতা প্রদর্শনের চেষ্টা করছি, তারা বাসায় রান্না করা খাবারসহ মৌসুমী ফল পাচ্ছেন খাবারের তালিকায়। নিয়মিত দেখতে আসা স্বজন ও দর্শনার্থীদের আমরা ফুল দিয়ে বরণ করছি। আমরা বাসা থেকে রান্না করা খাবার পরীক্ষানিরীক্ষা করেই বন্দীদের খেতে দিচ্ছি। এই কারাগারে বর্তমানে ৩১০ জন বন্দী রয়েছে।