ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ | ২৮ কার্তিক ১৪৩২ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

ময়মনসিংহে সাংবাদিকদের জন্য ফ্যাক্ট-চেকিং কর্মশালা

ময়মনসিংহে সাংবাদিকদের জন্য ফ্যাক্ট-চেকিং কর্মশালা

গ্লোবাল টিভি ছবি

রিপন গোয়ালা অভি, ময়মনসিংহ : সাংবাদিকদের তথ্য যাচাই এবং ভুয়া তথ্য প্রতিরোধে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ময়মনসিংহে একটি দিনব্যাপী ফ্যাক্ট-চেকিং কর্মশালার আয়োজন করে। শনিবার (৫ জুলাই) ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টার-এ অনুষ্ঠিত এই কর্মশালাটি সিজিএস-এর আটটি বিভাগজুড়ে চলমান প্রশিক্ষণ কার্যক্রমের অংশ। কর্মশালায় জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের ২২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ প্রদান করেন দ্যা ডিসেন্ট এর সম্পাদক ও এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেকিং সম্পাদক কদরুদ্দিন শিশির।

তিনি বলেন, বর্তমান সময়ে ভুল তথ্য সমাজে বিভ্রান্তি ছড়ানোর একটি প্রধান উৎসে পরিণতহয়েছে। এমন প্রেক্ষাপটে সাংবাদিকদের জন্য সঠিক তথ্য যাচাইয়ের সক্ষমতা গড়ে তোলা শুধু প্রয়োজনীয় নয়, বরং অপরিহার্য। সিজিএস যে দেশব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা একটি বাস্তব ও প্রয়োজনীয় উদ্যোগ।

কর্মশালায় অংশগ্রহণকারীদের ডিজিটাল ভেরিফিকেশন টুলস, সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ, ওপেন সোর্স অনুসন্ধান কৌশলসহ তথ্য যাচাইয়ের বিভিন্ন আধুনিক পদ্ধতি শেখানো হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন সিজিএসর পরিচালনা পর্ষদের সদস্য সুবীর দাস। অনুষ্ঠানটি ফ্যাসিলিটেট করেন সিজিএসর গবেষণা সহযোগী রোমান উদ্দিন, ও তাকে সহায়তা করেন সিজিএসর গবেষণা সহকারী শামসুল আরিফ ফাহিম।

এক নারী সাংবাদিক বলেন, নারীদের বিরুদ্ধে অনলাইনে হয়রানি বেড়ে যাওয়ায়, তথ্য যাচাই এখন আমাদের জন্য নিরাপত্তার অংশ। এই কর্মশালাটি অত্যন্ত সময়োপযোগী ও প্রাসঙ্গিক।

অন্য এক অংশগ্রহণকারী সাংবাদিক বলেন, এমন প্রশিক্ষণ শুধু বিভাগীয় পর্যায়েই নয়, প্রতিটি মিডিয়া হাউজে নিয়মিত ভাবে হওয়া উচিত।