জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকসহ যারা ২০২৪ সালের ডামি নির্বাচনে অংশ নিয়েছিল তাদেরকে নির্বাচন কমিশনের সংলাপে না ডাকার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার-সিইসির কাছে একটি চিঠি দিয়েছে গণঅধিকার পরিষদ। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে না পারে, তেমন পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে সিইসির সঙ্গে বৈঠক করে এ বিষয়ে লিখিত আবেদন জমা দেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র হিসেবে নির্বাচনের সুযোগ পেলে তারা নির্বাচন বানচালের চেষ্টা করবে। এছাড়া নিবন্ধনের দোহাই দিয়ে ওই দলগুলোকে ইসির সংলাপে ডাকলে আন্দোলন করার হুঁশিয়ারি দেন রাশেদ খাঁন।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্যমত কমিশন যে দলগুলোকে নিয়ে আলোচনা করেছে, শুধুমাত্র সেই দলগুলোকে নিয়ে নির্বাচন কমিশনেরও সংলাপ করার আহ্বান করছি। ফ্যাসিবাদের দোসররা নির্বাচন কমিশনের সাথে সংলাপ করার সুযোগ পেলে, সেটি হবে ছাত্র-জনতার রক্তের সাথে প্রতারণা। এমনকি নির্বাচন কমিশন এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে জনগণ বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করতে পারে। সেটি নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে দলগুলোকে চিঠিও পাঠানো হচ্ছে। সংলাপ শুরুর আগের দিন নির্বাচন কমিশনকে সব দাবি জানিয়ে গেল গণধিকার পরিষদ।