ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

স্বরাষ্ট্র-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের

স্বরাষ্ট্র-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের

রাজধানীর প্রাথমিকের সহকারী শাহবাগে শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিপেটায় আহত হয়েছেন শতাধিক শিক্ষক। এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

রোববার (৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ।

এদিকে, শাহবাগ থানায় আটক রাখা হয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম নেতা মুহ. মাহবুবর রহমান, মো. আব্দুল কাদের, মো. নুরুল ইসলাম (লিটন), মো. শরিফুল ইসলাম ও মো. সোহেলকে।

অন্যদিকে, দশম গ্রেডসহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

উল্লেখ্য, দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলত কর্মসূচির ডাক দেন। শিক্ষকদের তিন দফা দাবি হলো- ১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান। ২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান। ৩. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।