ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

অরিন্দম ঘোষাল-এর কবিতা ‘মায়ের আগমনী বার্তা’

অরিন্দম ঘোষাল-এর কবিতা ‘মায়ের আগমনী বার্তা’

মায়ের আগমনী শোনা যায় ওই সাদা
মেঘের রথে।
শিউলি, শেফালি, কাশফুল চেয়ে আছে
মায়ের পথে।
নতুন ধানের মঞ্জরী সাজিয়েছে তার
ডালা।
আনন্দেতে কাশফুল মাথা তুলে দেয়
দোলা।
নদী কুলু কুলু শব্দ করে বয়ে চলে আপন
মনে।
শিউলির ছড়ানো গন্ধজুড়ে আছে সকলের
প্রাণে।
শেফালির ডালে পাখিরা আগমনীর গান
গায়।
মায়ের আগমনে সব বিবাদ সূযের আলোয়
মিলিয়ে যায়।


এমএস