গ্লোবাল টিভি ছবি
দেশের বড় রিটেইল চেইন সুপারশপ “স্বপ্ন” গতবারের মতো এবারও উৎসবমুখর পরিবেশে সফলভাবে আয়োজন করে শিশুদের ছবি আঁকার উৎসব। বাংলাদেশ শিশু একাডেমিতে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
দেশের প্রখ্যাত অভিনেতা-নাট্যকার মামুনুর রশীদ, বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, নব্বই দশকের টেলিভিশন ও মঞ্চ নাটকের প্রিয়মুখ আফসানা মিমি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে স্বপ্ন আয়োজিত শিশুদের ছবি নিয়ে এই প্রদর্শনী উদ্বোধন করেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান।
ঢাকা অঞ্চলের ৪,০০০-এর অধিক অংশগ্রহণকারীর আঁকা ছবির প্রদর্শনী ছাড়াও ‘স্বপ্ন আঁকো শিশু উৎসবে’ ছিল নাচ, গান, মঞ্চ নাটক, কার্টুন শো, বিভিন্ন ধরনের গেইমস, ফটো বুথসহ নানা আয়োজন। স্বপ্ন-এর পক্ষ থেকে এই আয়োজনে উপস্থিত ছিলেন স্বপ্ন-এর হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল, ক্রিয়েটিভ হেড ফরিদুজ্জামান, প্রোমোশন এন্ড ক্যাম্পেইন ম্যানেজমেন্টের সহকারী ম্যানেজার মোহাম্মদ আনিসুল ইসলামসহ অনেকে ।
বাংলাদেশ শিশু একাডেমিতে স্বপ্ন আঁকো শিশু উৎসব-এ এর অংশগ্রহণকারী শিশুরা তাঁদের পরিবারসহ এ আয়োজনে এবার অংশগ্রহণ করেন ।