ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২ | ২৩ শাওয়াল ১৪৪৬

একুশে বইমেলায় নতুন বইয়ের পাঠ উন্মোচন

একুশে বইমেলায় নতুন বইয়ের পাঠ উন্মোচন

গ্লোবাল টিভি ছবি

নিজস্ব প্রতিবেদক : একুশে বইমেলার ১৯তম দিনে ৪টা নতুন বইয়ের পাঠ উন্মোচন করেছেন বিশিষ্ট ছড়াকার, বাংলা একাডেমির জীবনসদস্য আতিক হেলাল।

মেলার সোওরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে বুধবার সন্ধ্যায় কবি রুবী শামসুন নাহারের কবিতার বই ‘বসন্ত এসে গেছে, রুনা আক্তার স্বপ্নার কবিতার বই দগ্ধ আলোর মিছিল’এবং রিনা পণ্ডিতের বইয়ের পাঠ উন্মোচন করেন আতিক হেলাল। 

এসময় বইয়ের লেখক ছাড়াও আরো উপস্থিত ছিলেন বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান ‘প্রিয়জন’-এর স্বত্বাধিকারী মোসলেই উদ্দিন, কবি ও অভিনেতা দিলিফ গমেজ, রবিউল আলম সরকার, সারা গমেজ, মোস্তাফিজুর রহমান চিশতী প্রমুখ। 

পরে এসএসসি ব্যাচ ৮৯-এর লেখকদের চতুর্থ বই ‘অভিযাত্রা’র পাঠ উন্মোচন করেন ছড়াকতার আসলাম সানী ও আতিক হেলাল। এসময় বইয়ের প্রকাশ কবি মাহাবুবা লাকীসহ অন্যরা উপস্থিত ছিলেন।