ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ | ৩ অগ্রহায়ণ ১৪৩২ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬০ লাখ টাকার টোল

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬০ লাখ টাকার টোল

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ঈদকে সামনে রেখে বাড়ি ফিরেছে ঘরমুখো মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে বাড়ছে অতিরিক্ত যানবাহনের চাপ। উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার টাঙ্গাইলের যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকার টোল আদায় হয় এবং এর বিপরীতে ৫১ হাজার ৮৪৯ টি যানবাহন পারাপার হয়।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত মঙ্গলবার (৩ জুন) রাত ১২টা থেকে বুধবার (৪ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৮৪৫টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ১ কোটি ৮৪ লাখ  ৯৭ হাজার ৩৫০ টাকা। 

অপরদিকে, ঢাকাগামী ২১ হাজার ৪ টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয় ১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।