ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ | ৩ অগ্রহায়ণ ১৪৩২ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

নির্বাচন বানচালের চক্রান্ত মোকাবিলা করতে হবে : রিজভী

নির্বাচন বানচালের চক্রান্ত মোকাবিলা করতে হবে : রিজভী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিলো, তারা নির্বাচন বানচালে চক্রান্ত করতে পারে। এসব সরকারকে মোকাবিলা করতে হবে। এমন মন্তব্য বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

রবিবার (২৭ জুলাই) সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবের কাছে দলের ২০২৪ সালের অডিট রিপোর্ট জমা দেয়ার সময় এ কথা বরেন তিনি। 

গেলো বছরে দলটির আয় ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকার বিপরীতে ব্যয় দেখানো হয়েছে, ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা।

রিজভী বলেন,অতীতে মেরুদণ্ডহীন লোকদের নির্বাচন কমিশনে নিয়োগ দিয়ে কারচুপির নির্বাচন করেছে আওয়ামী লীগ। বর্তমান ইসি সুষ্ঠু নির্বাচন করবে বলে প্রত্যাশা করে বিএনপি।