মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য কোনো রাজনৈতিক সমাবেশ, মিছিল বা আন্দোলনে অংশগ্রহণ বা উপস্থিত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কার্যকলাপে জড়িত হলে গ্রেপ্তার, জরিমানা বা দেশান্তর (ডিপোর্টেশন) হতে পারে। মঙ্গলবার (৭ অক্টোবর) মালের বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের এক বার্তায় এ সতর্কবার্তা দিয়েছে।
এতে বলা হয়েছে, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য কোনো রাজনৈতিক সমাবেশ, মিছিল বা আন্দোলনে অংশগ্রহণ বা উপস্থিত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কার্যকলাপে জড়িত হলে গ্রেপ্তার, জরিমানা বা দেশান্তর (ডিপোর্টেশন) হতে পারে। অতএব কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবেন না এবং সেসব স্থানের কাছাকাছি যাবেন না। আপনার কাজের উপর মনোযোগ রাখুন এবং স্থানীয় আইন-কানুন মেনে চলুন। আপনার নিরাপত্তা ও নিয়ম পালন বাংলাদেশ হাইকমিশনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জরুরি হটলাইন : +960 332-0859 | WhatsApp সহায়তা : +960 332-0859