আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া এসএম ওবায়দুল হক নাসিরের প্রার্থীতা বাতিলের দাবিতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা।
রোববার (৯ নভেম্বর) টাঙ্গাইল জেলা মহিলা দলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। দুপুর ১২টা ৪০ মিনিট থেকে গুলশানের নর্থ অ্যাভিনিউ রোডে মহিলা দলের দুই শতাধিক কর্মী অবস্থান নেন। এসময় তারা ঘাটাইল আসন থেকে প্রাথমিক মনোনয়ন পাওয়া ওবায়দুল হক নাসিরের প্রার্থিতা বাতিল করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ঈশরাত সরকার নুপুর, সহ-সভাপতি সেলিনা খানম এবং সাবেক ছাত্রদল নেতা মো. শামীম মিয়া। মহিলা দলের একাধিক নেত্রী জানান, টাঙ্গাইল-৩ আসনে তারা ন্যায্য প্রার্থী চান। লুৎফর রহমান আজাদ স্থানীয় মানুষের নেতা, ঘাটাইলবাসী তাকেই চায়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, তারা তিনটি বাসযোগে টাঙ্গাইল থেকে ঢাকায় এসেছেন। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন। পুলিশ জানায়, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।