গত কয়েকদিন ধরেই আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে ঘিরে দ্বিতীয় বিয়ের গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনকে সত্যি প্রমাণ করে নিজের বিয়ের খবর জানালেন আফগান টি-টোয়েন্টি অধিনায়ক। যদিও তিন মাস আগে গত ২ আগস্ট তিনি জীবনের নতুন এই অধ্যায় শুরু করেছেন।
সোমবার (১০ নভেম্বর) রাতে রশিদ খান তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বরের পোশাকে একটি ছবি পোস্ট করে এই ঘোষণা দেন। সম্প্রতি নেদারল্যান্ডসে একটি চ্যারিটি অনুষ্ঠানে এক নারীর সঙ্গে রশিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ছবি নিয়ে নেতিবাচক মন্তব্য ও নানা জল্পনা শুরু হলে, তা বন্ধ করতেই রশিদ মুখ খোলেন।
স্ত্রীর ছবি প্রকাশ না করলেও পোস্টে রশিদ খান লিখেছেন, ‘২০২৫-এর ২ আগস্ট জীবনের নতুন ও অর্থবহ এক অধ্যায় শুরু করলাম। আমি আমার বিয়ে সারলাম। এমন এক নারীকে বিয়ে করেছি, যিনি ভালোবাসা ও শান্তিতে জীবন ভরে তুলতে পারেন। এমন জীবনসঙ্গী খুঁজে আসছিলাম অনেক দিন ধরেই। কদিন আগে আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি ইভেন্টে গিয়েছিলাম। কিন্তু মানুষজনের কাছ থেকে যে ধারণা পেলাম, সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। সত্যি কথা হচ্ছে সে আমার স্ত্রী। এখানে গোপনীয়তার কিছু নেই। সবাইকে ধন্যবাদ।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে রশিদ খানের প্রথম বিয়ের অনুষ্ঠান হয়। ওই সময় তার তিন ভাইও একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। আফগান দলের সহ-খেলোয়াড় মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান ও ফজল হক ফারুকিসহ অনেকেই উপস্থিত ছিলেন।