ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত দল

আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত দল

আইপিএলের ১৯তম আসরে সম্ভাব্য সূচি আগামী বছরের ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত। ইতোমধ্যে ১০টি ফ্র্যাঞ্চাইজি তাদের দল চূড়ান্ত করে ফেলেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে ৩৬৯ ক্রিকেটারের মধ্যে থেকে ৭৭ জন দল পেয়েছেন। পূর্ণাঙ্গ হয়েছে প্রতি দলের ২৫ জনের কোটা। সবচেয়ে বেশি ১৩ জন খেলোয়াড় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তাদের দলেই নিলামের শীর্ষ দুই দামী খেলোয়াড় ক্যামেরন গ্রিন ও মাথিশা পাথিরানা। একমাত্র বাংলাদেশি হিসেবে এই দলে মোস্তাফিজুর রহমান। এক নজরে দেখে নেওয়া যাক আগামী আইপিএলে ২৫০ ক্রিকেটারের কে কোন দলে

  • কলকাতা নাইট রাইডার্স

ধরে রাখা ক্রিকেটার আজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রায়, হার্ষিত রানা, মানীশ পাণ্ডে, রমনদীপ সিং, রিংকু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী।

নিলাম থেকে পাওয়া ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্র, আকাশ দীপ, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, তেজস্বী সিং দাহিয়া, কার্তিক ত্যাগী, রাহুল ত্রিপাঠী, প্রশান্ত সোলাঙ্কি, সার্থক রঞ্জন ও দক্ষ কামরা।

May be a doodle of map and text that says 'কলকাতা কলকাানাটরাইডস নাইট রাইডা্স might Riders রিংকু সিং বরুণ চক্রবর্তী হর্ষিত রানা রমনদীপ সিং তেজস্বী দাহিয়া অঙ্গকৃষ্ণ রঘুবংশী বৈভব অরোরা অজিঙ্কা রাহানে আকাশ দীপ ওমরান মালিক রাহুল ত্রিপাঠী মনীশ পাব্ডে অনুকুল রায় দক্ষিণ কামরা প্রশান্ত সোলাঙ্কি কার্তিক ত্যাগী সার্থক রঞ্জন বিদেশি খেলোয়াড় মোস্তাফিজুর রহমান ক্যামেরন গ্রিন মাথিশা পাথিরানা সুনীল নারিন রচিন রবীন্দ্র ফিন অালেন রোভম্যান পাওয়েল টিম সেফার্ট global TELEVISION HD f /Globaltvbd /@GBLTVNews24 W www.globaltvbd.com'


  • রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ধরে রাখা ক্রিকেটার রজত পতিদার (অধিনায়ক, ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কাল, টিম ডেভিড, জিতেশ শর্মা, ক্রুণাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, সুযাশ শর্মা, যশ দয়াল, রসিখ সালাম, অভিনন্দন সিং, স্বপ্নিল সিং, জ্যাকব বেথেল ও নুয়ান থুশারা।

নিলাম থেকে পাওয়া ভেংকটেশ আইয়ার, মঙ্গেশ যাদব, জ্যাকব ডাফি, জর্ডান কক্স, কনিষ্কা চৌহান, বিহান মালহোত্রা, ভিকি ওসতোয়াল, সাত্বিক দেশওয়াল।

May be an image of map and text that says 'রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু RCB _ বিরাট কোহলি রজত পতিদার জিতেশ শর্মা ভবনেশ্বর কুমার ভেঙ্কটেশ আইয়ার রাসিখ সালাম ক্রুনাল পান্ড্য মঙ্গেশ যাদব যশ দয়াল সুয়শ শর্মা দেবদত্ পদিকল স্বপ্লল সিং সান্ত্বক দেশওয়াল কনিষ্ চৌহান অভিনন্দন সিং বিহান মালহোত্রা ভিকি অস্তওয়াল বিদেশি খেলোয়াড় জোশ হ্যাজেলউড ফিল সল্ট টিম ডেভিড জ্যাকব বেথেল জ্যাকব ডাফি নুয়ান থুশারা রোমারিও শেফার্ড জর্ডান কক্স global VISION ae HD TELEVIS f /Globaltvbd /@GBLTVNews24 W www.globaltvbd.com'


  • চেন্নাই সুপার কিংস

ধরে রাখা ক্রিকেটার- মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, আয়ুষ মাত্রে, সাঞ্জু স্যামসন (নিলামের আগে ট্রেডে নেওয়া), শিবম দুবে, ডেভাল্ড ব্রেভিস, নুর আহমেদ, অংশুল কম্বোজ, নাথান এলিস, খলিল আহমেদ, উর্বিল প্যাটেল, গুরজপনীত সিং, মুকেশ চৌধরী, রামকৃষ্ণ ঘোষ, শ্রেয়াস গোপাল ও জেমি ওভারটন।

নিলাম থেকে পাওয়া: কার্তিক শর্মা, প্রশান্ত বীর, রাহুল চাহার, আকিল হোসেন, ম্যাট হেনরি, ম্যাথু শর্ট, জ্যাক ফোকস, সরফরাজ খান, আমান খান।

May be a graphic of map and text that says 'চেন্লাই সুপার কিংস CHEMNAI SUPER KINGS এমএস ধোনি সঞ্জ স্যামসন কার্তিক শর্মা প্রশান্ত বীর শিবাম দুবে রাহুল চাহার খলিল আহমেদ রুতুরাজ্ গায়কোয়াড় আনশুল কাম্বোজ গুরজাপনীত সিং সরফরাজ খান আমান খান আয়ষ মাত্রে রামকৃষণ ঘোষ উরভিল প্যাটেল মুকেশ চৌধুরী শ্রেয়স গোপাল বিদেশি খেলোয়াড় নুর আহমদ ডিওয়াল্ড ব্রেভিস নাথান এলিস আকিল হোসেন ম্যাট হেনরি ম্যাথু শর্ট জেমি ওভারটন জাক ফাউলকেস global HD f /Globaltvbd @GBLTVNews24 W www.globaltvbd.com'


  • মুম্বাই ইন্ডিয়ান্স

ধরে রাখা ক্রিকেটার- হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর (নিলামের আগে ট্রেডে নেওয়া), শেরফানে রাদারফোর্ড (নিলামের আগে ট্রেডে নেওয়া), মায়াঙ্ক মারকান্ডে (নিলামের আগে ট্রেডে নেওয়া), আল্লা গজনফর, অশ্বনী কুমার, কর্বিন বশ, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ, মিচেল স্যান্টনার, নমন ধীর, রঘু শর্মা, রোহিত শর্মা, রাজ অঙ্গদ বাওয়া, রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ট্রেন্ট বোল্ট ও উইল জ্যাকস।

নিলাম থেকে পাওয়া: কুইন্টন ডি কক, অথর্ব আনকোলেকার, দানিশ মালেওয়ার, মায়াঙ্ক রাওয়াত, মোহাম্মদ ইজহার।

May be a graphic of map and text that says 'মুম্বাই ইন্ডিয়ান্স ത്രஙோ ILMBAI INDIANS জাসপ্রিত বুমরাহ হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদব রোহিত শর্মা দীপক চাহার তিলক বর্মা নমন ধীর শাদুল ঠাকুর রবিন মিঞ্জ মোঃ ইজহার ড্যানিশ মালেওয়ার রাজ বাওয়া অশ্বনী কুমার অথর্ব আনকোলেকর রঘু শর্মা মায়াঙ্ক মার্কন্ডে মায়াঙ্ক রাওয়াত বিদেশি খেলোয়াড় ট্রেন্ট বোল্ট উইল জ্যাকস এ এম গজানফর শেরফেন রাদারফোর্ড মিচেল স্যান্টনার রায়ান রিকেল্টন কুইন্টন ডি কক করবিন বোশ global HD EY /Globaltvbd /@GBLTVNews24 พ www.globaltvbd.com'


  • সানরাইজার্স হায়দরাবাদ

ধরে রাখা ক্রিকেটার- প্যাট কামিন্স, অভিষেক শর্মা, অনিকেত বর্মা, ব্রাইডন কার্স, ইশান মালিঙ্গা, হর্ষ দুবে, হার্শাল পাটেল, আইনরিখ ক্লাসেন, ঈশান কিষান, জয়দেব উনারকাট, কামিন্দু মেন্ডিস, নিতিশ কুমার রেড্ডি, আর স্মরণ, ট্রাভিস হেড ও জিশান আনসারি।

নিলাম থেকে পাওয়া: লিয়াম লিভিংস্টোন, জ্যাক এডওয়ার্ডস, সলিল অরোরা, শিবম মাভি, অমিত কুমার, ওঙ্কার তারমালে, ক্রাইনস ফুলেতরা, প্রফুল হিঞ্জ, শিবাং কুমার, সাকিব হুসেইন।

May be an image of map and text that says 'সানরাইজার্স হয়দরাবাদ SUNRISERD นพออ অভিষেক শর্মা অমিত কুমার অনিকেত ভার্মা হর্ষ দুবে হর্ষল প্যাটেল ইশান কিষাণ জয়দেব উনাদকাট ক্রেনস ফুলেট্রা নীতীশ কুমার রেডিড ওক্কার তরমলে প্রফুল্ল কবজা রবিচন্দ্রন স্মরণ সাকিব হোসেন সলিল অরোরা শিবম মাভি শিবাং কুমার জিশান আনসারি বিদেশি খেলোয়াড় প্যাট কামিন্স ব্রাইডন কার্স ঈশান মালিঙ্গা হেনরিক ক্লাসেন জ্যাক এডওয়ার্ডস কামিন্দু মেন্ডিস লিয়াম লিভিংস্টোন ট্টাভিস হেড global LEVISION HD /Globaltvbd /@GBLTVNews24 /@GE W www.globaltvbd.com'


  • রাজস্থান রয়্যালস

ধরে রাখা ক্রিকেটার- বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, স্যাম কারান (নিলামের আগে ট্রেডে নেওয়া), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, ডোনোভান ফেরেইরা, রবীন্দ্র জাদেজা (নিলামের আগে ট্রেডে নেওয়া), জোফরা আর্চার, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা, কেনা মাফাকা, লুয়ান দ্রে প্রিটোরিয়াস, নান্দ্রে বার্গার, শুভম দুবে ও যুদ্ধবীর চরক।

নিলাম থেকে পাওয়া: রবি বিষ্ণয়, অ্যাডাম মিলনে, রবি সিং, সুশান্ত মিশ্র, কুলদীপ সেন, আমন রাও, ব্রিজেশ শর্মা, ভিগনেশ পুতুর, যশ রাজ পুঞ্জ।

May be a graphic of map and text that says 'রাজস্থান রাজস্থানরয়্য্ানস রয়্যানস R RAJAS HAN ROYALS যশস্বী জয়সওয়াল ধ্রুব জুরেল রিয়ান পরাগ রবীন্দ্র জাদেজা রবি বিষ্ণাই তষার দেশপান্ডে সন্দীপ শর্মা বৈভব সূর্যবংশী রবি সিং সুশান্ত মিশ্র শুভম দুবে কুলদীপ সেন যুধবীর সিং যশ রাজ্ পুঞ্জা ব্রিজেশ শর্মা বিয়্নেশ পুথুর আমান রাও বিদেশি খেলোয়াড় জোফরা আর্চার শিমরণ হেটমায়ার নান্দ্রে বার্গার স্যাম করণ আ্যাডাম মিলনে কোয়ানা মাফাকা ডোনোভান ফেরেরা লুয়ান-্রে ডে প্রিটোরিয়াস global HD f f /Globaltvbd 0 /@GBLTVNews24 W www.globaltvbd.com'


  • গুজরাট টাইটান্স

ধরে রাখা ক্রিকেটার- শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, রাহুল তেওতিয়া, রশিদ খান, সাই কিশোর, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, অনুজ রাওয়াত, গুরনুর সিংহ ব্রার, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, কুমার কুশাগ্র, মানব সুথার, আরশাদ খান ও নিশান্ত সিন্ধু।

নিলাম থেকে পাওয়া: জ্যাসন হোল্ডার, টম ব্যান্টন, অশোক শর্মা, লুক উড, পৃথ্বীরাজ ইয়ারা।

May be an image of map and text that says 'GUJARAT TITANS শজরাট শুজরাটটাইটাস টাইটান্স শুভমান গিল মোহাম্মদ সিরাজ প্রসিধ কৃষ্ণ সাই সুদর্শন এম শাহরুখ খান রাহুল তেওয়াতিয়া ওয়াশিংটন সুন্দর সাই কিশোর গুরণূর ব্রার আরশাদ খান অশোক শর্মা জয়ন্ত যাদব ইশান্ত শর্মা কুমার কুশাগরা নিশান্ত সিন্ধু মানব সুথার অনুজ রাওয়াত পৃথ্ী রাজ বিদেশি খেলোয়াড় রশিদ খান জস বাটলার কাগিসো রাবাদা জেসন হোল্ডার টম ব্যান্টন প্লেন ফিলিপস লুক উড global TELEVISION HD f/Globaltvbd f /@GBLTVNews24 W www.globaltvbd.com'


  • পাঞ্জাব কিংস

ধরে রাখা ক্রিকেটার- শ্রেয়াস আইয়ার, আর্শদীপ সিং, আজমতুল্লা ওমরজাই, হারনুর পান্নু, হারপ্রীত ব্রার, লকি ফার্গুসন, মার্কো জানসেন, মার্কাস স্টোয়নিস, মিচেল ওয়েন, মুশির খান, নেহাল ওয়াধেরা, প্রভসিমরান সিং, প্রিয়াংশ আর্য, পি অবিনাশ, শশাঙ্ক সিং, সূর্যাংশ শেরগে, বিষ্ণু বিনোদ, বিজয়কুমার বৈশাখ, জাভিয়ার বার্টলেট, যশ ঠাকুর ও যুজবেন্দ্র চাহাল।

নিলাম থেকে পাওয়া: বেন ডোয়ারশুইস, কুপার কনোলি, প্রাভিন দুবে, বিশাল নিশাদ।

May be an image of map and text that says 'পাঞ্জাব পাঞ্জাবকিংস কিংস PUN JAB KINGS শ্রেয়াস আইয়ার আরশদীপ সিং যুজবেন্দ্র চাহাল শশাক্ক সিং নেহাল ওয়াধেরা প্রভসিমরণ সিং প্রিয়াংশ আর্য বিজয়কুমার বৈশক যশ ঠাকুর হরপ্রিত ব্রার বিষচু বিনোদ বিশাল নিষাদ সূর্য্যশ সেডগে পাইলা অবিনাশ মুশির খান হারণুর সিং প্রবীন দুবে বিদেশি খেলোয়াড় মার্কাস স্টয়নিস মার্কো জ্যানসেন বেন দ্বারশ্ুইস মিচেল ওয়েন কুূপার কনলি আজমতুল্লাহ ওমরজাই লকি ফারগ্ুসন জেভিয়ার বাটলেট global SIS HD f /Globaltvbd /@GBLTVNews24 W www.globaltvbd.com'


  • দিল্লি ক্যাপিটালস

ধরে রাখা ক্রিকেটার- অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, অভিষেক পোড়েল, নিতিশ রানা, করুণ নায়ার, সামির রিজ়ভি, ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার, টি নটরাজন, অজয় মণ্ডল, মাধব তিওয়ারি, ত্রিুপূর্ণ বিজয় ও দুষ্মন্ত চামিরা।

নিলাম থেকে পাওয়া: আকিব দার, পাথুম নিশাঙ্কা, কাইল জেমিসন, ডেভিড মিলার, বেন ডাকেট, লুঙ্গি এনগিডি, পৃথ্বী শ, সাহিল পারিখ।

May be an image of map and text that says 'দিল্লি ক্যাপিটানস DELHR TAPITALS অক্ষর প্যাটেল কেএল রাহুল কুলদীপ যাদব টি নটরাজন আউকিব নবী মুকেশ কুমার নীতিশ রানা অভিষেক পোড়েল আশুতোষ শর্মা সমীর রিজভী পৃথী শ বিপ্রজ নিগম করুন নায়ার মাধব তিওয়ারি সাহিল পারখ ত্রিপুরানা বিজয় অজয় মন্ডল বিদেশি খেলোয়াড় মিচেল স্টার্ক ট্রিস্টান স্টাবস পথুম নিসাঙকা কাইল জেমিসন লুঙ্গি এনগিদি বেন ডকেট ডেভিড মিলার দুম্মন্ত চামেরা global TELEVISION HD f /Globaltvbd /@GB /@GBLTVNews24 W www.globaltvbd.com'


  • লখনৌ সুপার জায়ান্টস

ধরে রাখা ক্রিকেটার- ঋশাভ পান্ত, আব্দুল সামাদ, এডেন মারক্রাম, আকাশ সিং, অর্জুন টেন্ডুলকার (নিলামের আগে ট্রেডে নেওয়া), আর্শিন কুলকার্নি, আবেশ খান, আয়ুষ বাদোনি, দিগ্বেশ রাঠী, হিম্মত সিং, এম সিদ্ধার্থ, ম্যাথু ব্রিজকে, মায়াঙ্ক যাদব, মোহাম্মদ শামি (নিলামের আগে ট্রেডে নেওয়া), মিচেল মার্শ, মহসিন খান, নিকোলাস পুরান, প্রিন্স যাদব ও শাহবাজ আহমেদ।

নিলাম থেকে পাওয়া: জশ ইংলিস, মুকুল চৌধুরী, আনরিখ নর্কিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নমন তিওয়ারি, অক্ষত রঘুবংশী।

May be an image of map and text that says 'LUCKNOW SUPERGIANTS লখন সুপার জায়ান্টস ঋষভ পন্ত মায়াঙ্ক যাদব মহম্মদ শামি আবেশ খান আব্দুল সামাদ আয়ুষ বাদোনি মহসিন খান মুকুল চৌধুরী শাহবাজ আহমেদ অক্ষত রঘুবংশী নমন তিওয়ারি মনিমরণ সিদ্ধার্থ দিপ্বেশ রথী আরশিন কুলকার্নি যুবরাজ যাদব আকাশ সিং অর্জুন টেনডুলকার হিম্মত সিং বিদেশি খেলোয়াড় নিকোলাস পুরান জোশ ইংলিশ মিচেল মার্শ ওয়ানিন্দু হাসরাঙ্গা এইডেন মার্করাম অ্যানরিচ নর্টজে ম্যাথিউ ব্রিটজকে global HD LEVISION MI f /Globaltvbd /@GBLTVNews24 W www.globaltvbd.com'