এক বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেট ফিরছে মিরপুরের হোম অব ক্রিকেটে। গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মাঠে শেষ টেস্ট খেলেছিল টাইগাররা। আগামীকাল (১৯ নভেম্বর) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টটি। এই টেস্টটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক মাইলফলক হতে যাচ্ছে। বাংলাদেশ পেতে যাচ্ছে ১০০ টেস্ট খেলা প্রথম ক্রিকেটার। ৩৮ বছর বয়সী মুশফিক এখন পর্যন্ত ৯৯ টেস্টের ১৮২ ইনিংসে ৩৮.০২ গড়ে ৬৩৫১ রান করেছেন। ২৭টি অর্ধশতক ও ১২টি শতক হাঁকানো এই ক্রিকেটারের সর্বোচ্চ ইনিংস ২১৯ (অপরাজিত)।
জাতীয় দলে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে খেলেছেন বহুদিন। তামিম ইকবাল এখন বলতে গেলে অঘোষিত অবসরে। মুশফিকুর রহিমও দুই ফরম্যাট ছেড়ে এখন কেবল খেলছেন টেস্ট। মুশফিকের এই বিশেষ টেস্টকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের সাবেক সতীর্থ তামিম ইকবাল।
তামিমের ফেসবুক স্ট্যাটাসটি জাগো নিউজের পাঠকদের জন্য সরাসরি তুলে ধরা হলো-
তোকে নিয়ে বলার আছে অনেক কিছু্ই। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি, বয়সভিত্তিক ক্রিকেটে, বিভিন্ন পর্যায়ে, রুমমেট ছিলাম অনেকবার। কাছ থেকে দেখেছি তোকে। কোনো এক সময় কোন এক উপলক্ষে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলব সবকিছু। তবে আজকের দিনের জন্য শুধু একটিই কথা, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। আশা করি, ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আরো অনেকেই। কিন্তু তুই প্রথম, এটা তোরই প্রাপ্য।