বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে ওরাল স্যালাইন ক্যাটাগরিতে এসএমসি ওরস্যালাইন সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার লে মেরিডিয়ানে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারটি দেয়া হয়।
টানা সপ্তমবারের মতো এ অর্জন দেশের কোটি কোটি মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। ১৯৮৫ সাল থেকে এসএমসি ওরস্যালাইন যাত্রা শুরু করে। এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড হিসেবে, এসএমসি ওরস্যালাইন গত ৪০ বছর ধরে ডায়রিয়া ও পানিশূন্যতার থেকে কোটি কোটি মানুষের জীবন বাঁচাতে কাজ করছে। সেই সঙ্গে জীবনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে।