ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | ৭ জমাদিউস সানি ১৪৪৬

করোনা ভাইরাস : মেকআপের ক্ষেত্রে নিন বাড়তি সতর্কতা

করোনা ভাইরাস : মেকআপের ক্ষেত্রে নিন বাড়তি সতর্কতা

ছবি- সংগৃহীত

অনেক নারীর দৈনন্দিন অত্যাবশ্যকীয় বিষয় মেকআপ। মেকআপ ছাড়া রাস্তায় বের হওয়া নারীদের সংখ্যা কমই বলা যায়। এখন করোনা ভাইরাসের আতঙ্কে বেশিরভাগ নারীরা ঘরবন্দি। যাদের একেবারেই উপায় নেই বা প্রতিদিন বাড়ি থেকে বেরোতেই হচ্ছে তাদের উচিৎ কিছুদিন মেকআপ করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেয়া।

আসুন জেনে নিই কী করবেন-

* মেকআপ লাগানোর আগে হাত আর মুখ ভালোভাবে সাবান, ফেসওয়াস দিয়ে ধুয়ে নিন।
* যাদের সর্দি বা জ্বর হয়েছে তাঁরা কিছুদিন মেকআপ এড়িয়ে চলুন।
* মেকআপের সরঞ্জাম বেশিরভাগ দেশের বাইরের, তাই সংক্রমিত দেশগুলোর প্রডাক্ট এড়িয়ে চলুন। তারিখ দেখে ব্যবহার করুন।
* এমনিতেও এক প্রডাক্ট ছয় মাসের বেশি ব্যবহার করা উচিৎ নয়। তাই এই দিকে ব্যবহারের সময় নজর দিন।
* মেকআপ প্রডাক্ট শেয়ার করবেন না।
* মেকআপ তোলার সময় বাড়তি নজর দিন; যতই ক্লান্ত থাকুন মেকআপ ভালো করে তুলে তবে ঘুমান।
* ধুলো পড়া মেকআপ প্রডাক্ট কখনও ব্যবহার করবেন না।
* বাসায় মেকআপ করা সম্ভব হলে পার্লারে গিয়ে মেকআপ করা থেকে বিরত থাকুন।

আরকে/জেইউ