ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬

আশিতে শর্মিলা : বললেন জীবন সম্পর্কে অজানা কিছু কথা

আশিতে শর্মিলা : বললেন জীবন সম্পর্কে অজানা কিছু কথা

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক: ৮ ডিসেম্বর ৮০ বছরে পদার্পণ করলেন ‘নবাব পত্নী’ শর্মিলা ঠাকুর। সত্যজিৎ থেকে শুরু করে উত্তম কুমার, সবার সঙ্গেই কাজ করেছেন তিনি। তিন সন্তানের মা। কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকেই তিনি বলেছেন কিছু কথা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে সেই কথাগুলো।

ভোপালের বেগম সাজিদা সুলতান ছিলেন শর্মিলা ঠাকুরের শাশুড়ি। শাশুড়ি প্রসঙ্গে অভিযাত্রী বলেছিলেন, প্রথমবার শাশুড়ির সঙ্গে দেখা করতে গিয়ে আমি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম। উনি জিজ্ঞাসা করেছিলেন, তার ছেলে সম্পর্কে আমি কি ভাবি? উত্তরে আমি বলেছিলাম, আমি তাকে শ্রদ্ধা করি। এই কথা শুনে উনি হেসেছিলেন। উনি জানতেন, একে অপরের প্রতি শ্রদ্ধা থাকলে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়।

মুসলিম রীতি অনুযায়ী শর্মিলা ঠাকুরের নাম পরিবর্তিত করা হয়। ধর্ম পরিবর্তন প্রসঙ্গে শর্মিলা বলেছিলেন, এটা যেমন খুব একটা সহজ ছিল না তেমন খুব- একটা কঠিনও ছিল। আমি কখনোই গোঁড়া হিন্দু ছিলাম না। কিন্তু এখন আমি হিন্দু এবং মুসলিম, দুটি ধর্মকেই ভীষণ ভালো করে বুঝি। মনসুরের পছন্দসই নাম ছিল আয়েশা, সেটাও আমি গ্রহণ করেছিলাম।

তিনি বলেন, আমাদের বিয়ের সময় যা চুক্তি হয়েছিল, তা শুনলে সকলে হাসবে। ক্রিকেট আলোচনায় আমি যেন কখনোই অংশগ্রহণ না করি, সেটাই বলা হয়েছিল নিকাহনামায়। আমি এটা স্বীকার করি যে ক্রিকেট সম্পর্কে আমার জ্ঞান কোনোদিনই ছিল না। অন্যদিকে উনিও আমার কাজ নিয়ে খুব একটা কথা বলতেন না।

শর্মিলা বলেন, আমার শুধু মনে হয় পরিচালক যা বলছেন সে কথা শোনা উচিত। আমার মনে আছে উমা চরিত্রে অভিনয় করার সময় পরিচালক ঋষিদা আমায় বলেছিলেন চুল বেঁধে না রাখতে কিন্তু তার কথা শুনিনি আমি। সিনেমাটির জন্য প্রশংসিত হয়েছিলাম ঠিকই কিন্তু পরে মনে হয়েছিল পরিচালকের কথা আমার শোনা উচিত ছিল। যেহেতু একটি সিনেমা পরিচালকই তৈরি করেন, তাই তিনি জানেন চরিত্রের জন্য ঠিক কোনটা প্রযোজ্য।