ছবি- সংগৃহীত
অবাক হয়েছেন নিশ্চয়! অবাক হবারই কথা এমন শিরোনাম দেখে, অবাক না হওয়ার কিছু নেই। সবাই যখন ভাত খাওয়া কমিয়ে নিজের ফিটনেস ধরে রাখতে চাইছেন ঠিক সেই সময় ভাত কী করে যৌবন ফিরিয়ে আনবে? প্রশ্নটি অনেকের মনে উঁকি-ঝুঁকি দিচ্ছে।
বয়সের কারণে ত্বক কুঁচকে যাচ্ছে, জেল্লা হারাচ্ছেন? যদি তাই হয় তাহলে সহজ উপায়ে ফিরিয়ে আনুন আপনার ত্বকের যৌবন। চলুন পাঠক, জেনে নিই সেই ফেসপ্যাকটির কথা যে জিনিসটি সপ্তাহে ১বার ব্যবহার করলে থাকবে আজীবন যৌবনের নিশ্চয়তা।
উপকরণ:
৩ টেবিল চামচ ভাত
১ টেবিল চামচ মধু
১ টেবিল চামচ গরম দুধ
প্রথমে ভাত রান্না করুন। এবার ভাত থেকে মাড় ফেলে দিন। গরম ভাত চটকে নিন, না হলে পরে শক্ত হয়ে যাবে। এর সঙ্গে হালকা গরম বা উষ্ণ দুধ এবং মধু দিয়ে ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।
তারপর ঠান্ডা হলে ভালো করে মুখে মাখুন। বেশ কিছুক্ষণ রাখার পর শুকিয়ে এলে ধুঁয়ে ফেলুন। তারপর কোনো টোনার বা হালকা ময়েশ্চারাইজার লোশন লাগিয়ে নিন।
সূত্র- জি নিউজ।
আরকে/জেইউ