ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫ মাঘ ১৪৩১ | ৭ শা‘বান ১৪৪৬

টার্কি, ডাক, পর্ক, ফিশ, চিকেনে জমে যাবে বড়দিন

টার্কি, ডাক, পর্ক, ফিশ, চিকেনে জমে যাবে বড়দিন

ছবি- সংগৃহীত

ঝিলমিলে আলো। লাইভ মিউজিক। মাঝরাত থেকে ক্রিসমাস ক্যারোল। বাতাসে কেকের গন্ধে। ২৪ ডিসেম্বরের সন্ধে নামলেই শুরু হয়ে যায় উৎসব। আর ২৫ ডিসেম্বর থেকে ইংরেজি বর্ষবরণ, সপ্তাহ জুড়ে ঢল উৎসবপ্রিয় মানুষের।

নতুন বছর না আসা পর্যন্ত শহরের প্রতিটি সন্ধে জুড়ে থাকে উৎসব। সেই সাথে খানা-পিনার আয়োজনতো চলবেই।

উৎসব এলেই ভাল-মন্দ চেখে বেরানোর শখ বহু জনের। সেই দিনগুলোয় কেবল সব্জিতে বা লুচি আর আলুভাজা নয়, টার্কি, ডাক, পর্ক, ফিশ, চিকেনে আকণ্ঠ ডুব দিতে পারাতেই আহল্লাদপূরণ।

অতিথিদের কথা মাথায় রেখেই আগাম আয়োজন শুরু করে দিয়েছে জনপ্রিয় রেস্তরাঁ গুলো ।

বড় দিন, ইংরেজির নতুন বছর কেক বিনা জমে! মধুরেণ সমাপয়েৎ হোক তাহলে রিচ প্লাম কেক দিয়ে। দাম কিন্তু পকেট ফ্রেন্ডলি। মাথাপিছু খরচ ২২৫ টাকা থেকে শুরু। ট্যাক্স আলাদা।

আরকে