ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ | ১৬ কার্তিক ১৪৩২ | ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

এনসিপির জন্য শাপলার কলি প্রস্তাব করেছিলেন রাশেদ খান!

এনসিপির জন্য শাপলার কলি প্রস্তাব করেছিলেন রাশেদ খান!

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান | ছবি : সংগৃহীত

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গেজেটে ইসির সংরক্ষিত নির্বাচনি প্রতীকের তালিকায় ১০২ নম্বরে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক। যা এবার নিবন্ধিত রাজনৈতিক দলের একটিকে বরাদ্দ দেওয়া যাবে। এনসিপি নেতারা বলছেন, তারাই পাচ্ছেন ইসির তালিকায় নতুন করে যুক্ত হওয়া ‘শাপলা কলি’।

অবশ্য এর আগে এনসিপিকে প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ দেওয়ার প্রস্তাব করেছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গত ১৫ অক্টোবর গ্লোবাল টেলিভিশনের টকশোতে প্রশ্নগুলো সহজে-এ অংশ নিয়ে তিনি বলেছেন, শাপলার কলি দিয়ে হলেও এনসিপি ও ইসির এই বিষয়টা মীমাংসা করা দরকার। আমার কাছে মনে হয়, এনসিপিও এটা মেনে নেবে। মোটামুটি তারা শাপলা চায়, শাপলার কলিও শাপলার মতো দেখতে। এটা তাদের দিয়ে দেওয়া যেতে পারে।